শনিবার ● ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার-২
মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ গ্রেফতার-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় চিনিসহ ২ চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় ২২বস্তা চিনিসহ মাসুম রানা (২১)ও আল আমিন (১৯) দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি টোল আদায়ের রশিদ ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মাসুম রানা (২১), পিতা-মৃত আমানুল্লাহ, আল আমিন (১৯), পিতা-মৃত মালু মিয়া, উভয়ে সাং-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, তবলছড়ি ইউপি,এর বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।