শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আজ ২৭ এপ্রিল ২০২৪ তারিখ রোজ শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে GST গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও A ইউনিটের (আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ৭ টি উপ-কেন্দ্রে A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ৮,৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬৪২ জন উপস্থিত, ১৯৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ৭৭.৩৯ %। বিকালে অনুষ্ঠিত আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮ জন পরীক্ষার্থী উপস্থিত ও ১৮৩ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল এবং ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির হার ৫৫.৪৭%।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ভর্তি পরীক্ষার তদারকি করেন।
A ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, পর্যাবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মী, পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন, পরীক্ষার্থী - যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ভর্তি পরীক্ষায় যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আজ GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের A ইউনিট এর ভর্তি পরীক্ষা (২০২৩-২০২৪) দেশব্যাপী ২৪ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ৩ মে ২০২৪ তারিখ C ইউনিটের এবং ১০ মে ২০২৪ তারিখ B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।