মঙ্গলবার ● ৭ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন
ঘোড়াঘাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সকল সরঞ্জাম তুলে দেন। সারাদেশে ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে এ উপজেলায় সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার বিজিবি সদস্যদের পাশাপাশি র্যাবের দুটি টহল টিম মাঠে কাজ করছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাটে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক এ্যাডভোকেট রবিউল ইসলাম, টেলিফোন প্রতীকে তৌহিদুল ইসলাম সরকার, আনারস প্রতীকে কাজী শুভ রহমান চৌধুরী, মোটরসাইকেল প্রতীকে সারওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন সহ মোট ২০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম জানান, এ উপজেলায় ১টি পৌরসভা ও চার ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের টহল টিম, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন ও ভিডিপি সদস্যরা সহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন করেছেন। আমরা সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।