শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার
গাজীপুর সিটি মেয়র মান্নান আবারো গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান আবারো গ্রেফতার হয়েছেন৷
১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে৷
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করায় আগামী ১৭ এপ্রিল রবিবার সিটি করপোরেশনে তার অফিস করার কথা ছিল৷ উচ্চ আদালতের আদেশে দায়িত্ব ফিরে পাওয়ার ২ দিন আগেই তাকে ফের গ্রেফতার করা হলো৷ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা৷
ওসি খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানকে কালিয়াকৈর এলাকা থেকে রাত ১০টার দিকে নাশকতার একটি মামলায় ফের গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে৷ এতে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়েছে৷
মেয়র এমএ মান্নানের পরিবার সূত্র ও বিএনপির নেতাকর্মীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, শুক্রবার দুপুরে তিনি তার গাজীপুর নগরীর সালনা এলাকায় জুমার নামাজ আদায় করেন৷ নামাজ শেষে বিকেলে তার সালনার বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন৷ পথে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় পৌঁছলে গাজীপুরের একটি পুরনো মামলায় সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়৷
গাজীপুর সিটির এই মেয়রকে পুলিশ রাত ১০টার দিকে গ্রেফতারের কথা জানালেও তাকে সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খান৷
হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, বিকালে মেয়র এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন৷ পরে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হয়ে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়ক দিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন৷
এসময় গাজীপুর গোয়েন্দা পুলিশের একদল সদস্য সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মেয়র মান্নানের গাড়ির গতিরোধ করে আটক করে৷
মেয়র মান্নানকে ত্রথমে কালিয়াকৈর থানায় নিয়ে ঘন্টা দেড়েক বসিয়ে রাখা হয় দাবি করে বিএনপি নেতা হুমায়ুন আরও বলেন, পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা মেয়র মান্নানকে পুলিশের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান৷
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এমএ মান্নানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি৷
উল্লেখ্য, অধ্যাপক এমএ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গত ১১ এপ্রিল সোমবার ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট৷
পরে ১৩ এপ্রিল বুধবার রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন৷
জয়দেবপুর থানায় করা এক মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে ২০১৫ সালের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়৷ ২০১৫ সালের ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ৷