শনিবার ● ১৮ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত
লংগদুতে পিসিজেএসএস এর গুলিতে ইউপিডিএফের দুইজন নিহত
লংগদু প্রতিনিধি :: রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) পিসিজেএসএস-মূল সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত) ইউপিডিএফ-মূল গ্রুপের দুইজন নিহত হয়েছে।
শনিবার ১৮ মে সকাল ৯টায় রাঙামাটি লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে লংগদুর ইউনিয়নের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে পিসিজেএসএস এর ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন।
লংগদু থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, আজ (শনিবার) সকালে গোলাগুলি খবর পেয়েছি। তবে আহত নিহতের সংখ্যা বলতে পারবো না। ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছেন। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো। এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত) ইউপিডিএফ-মূল গ্রুপের এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা আজ শনিবার সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে জেলার লংগদুতে পিসিজেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে সচল চাকমা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার এবং খুনী সন্ত্রাসীদের মদদদাতা সন্তু লারমাকে গ্রেফতারপূর্বক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
আজ শনিবার ১৮ মে ২০২৪ বিকাল ৪টায় টায় অনুষ্ঠিত সমাবেশ থেকে লংগদু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২০ মে ২০২৪, সোমবার রাঙামাটি জেলায় অর্ধদিবস (ভোর ৫টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।