মঙ্গলবার ● ২১ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র অর্থ কমিটির ৫ম সভা অনুষ্ঠিত
রাবিপ্রবি’র অর্থ কমিটির ৫ম সভা অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২১ মে-২০২৪ তারিখ সকাল ১১ টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাবিপ্রবি’র অর্থ কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত ছিলেন। অনলাইন জুম প্লাটফর্মে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য মোঃ নূর- ই- আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, রাবিপ্রবি’র ব্যবসায় অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক সূচনা আখতার, এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও রাবিপ্রবির অর্থ কমিটির সদস্য সচিব মোঃ নূরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিসাব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট ১২ কোটি ৯৯ লাখ টাকা এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের মূল বাজেট ২০ কোটি ৯০ লাখ টাকা আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতওয়ারী বাজেট সম্পর্কে আলোচনা করা হয়।
রাবিপ্রবিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আজ ২১ মে ২০২৪ তারিখ মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এঁর নেতৃত্বে স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে র্যালি প্রশাসনিক ভবন ১ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।
এরপর দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে দেশের ৬৪টা জেলা থেকে লোকজন অভ্যর্থনা জানাতে ঢাকা যায়। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন তাঁকে যেন আজীবন প্রধানমন্ত্রী হিসেবে পাই। উনি যাতে এই বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলে তারপর যেন অবসর নেন। তিনি দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কষ্টকে সম্মান ও অভিবাদন জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, প্রধানমন্ত্রী স্বদেশে ফেরত আসায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঠিক সময়ে দেশে ফেরত এসছেন এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন।