রবিবার ● ২৬ মে ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫
জয়পুরহাটে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫
জয়পুরহাট প্রতিনিধি :: গত ২৫ মে জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর গ্রাম থেকে মাদকসহ ০৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল বেলা ১২ টার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬০ পিচ ট্যাপেন্টাডল মাদক উদ্ধার করে। এসময় এলাকার কুক্ষ্যাত মাদক কারবারী রনি হাসান (৩৮), পিতা-মোঃ মামুনুর রশীদ, মোঃ নুর আলম (২৮), পিতা-মোঃ এনামুল হোসেন, মোঃ এরশাদ হোসেন (৩৫), পিতা মোঃ আফজাল হোসেন, কে গ্রেফতার করে। তাহারা জেলার পাঁচবিবি থানার কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীরা জানান তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অভিযান ও গায়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।