বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ডি-নথি শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চুয়েটে ডি-নথি শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর উদ্যোগে “ডি-নথি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৫ জুন বুধবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর কম্পিউটার ল্যাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইসিটি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। কর্মশালয় প্রশিক্ষক হিসেবে ছিলেন আইআইসিটি-এর সিস্টেম এনালিস্ট মো: তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইসিটি-এর সহকারী কম্পিউটার প্রোগ্রামার চিন্ময় ভৌমিক। এতে বিভিন্ন বিভাগ, অফিস ও শাখা থেকে মনোনীত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
চুয়েটের অর্থ কমিটির ৬৪তম সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর অর্থ কমিটির ৬৪তম সভা আজ ৫ জুন বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো—ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: হযরত আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর, বহিঃ সদস্য হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ রোখছানা বেগম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েট এর কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম।