শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলার লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ জন নারীসেহ ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১৫ জুন-২০২৪ বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। বজ্রপাতে মৃত্যুবরণকরী যাত্রীরা হলেন ভাসান্ন্যা আদামের শেখ পাড়ার মো. ওবায়দুল (৩০), মো. জিয়াউল হক (৫০) ও মো. বাচ্চু মিয়া (৩০)। এ ছাড়া নৌকার মাঝি আক্কাস আলী (৪৫) এখনো নিখোঁজ। একই সময় লংগদুর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে একজন মারা যান। তাঁর নাম মিনা বেগম (৩৫)। তিনি নিজ বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এছাড়া কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোটে করে মাইনী বাজার থেকে ফিরার পথে চলমান অবস্থায় বজ্রপাতে ভাসান্যাদম ইউনিয়নের আরও ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি