শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড
ঘোড়াঘাটে কৃষক লীগ নেতার তালকান্ড
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি রাস্তার পাশে একটি তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে তালকান্ডের ঘটনায় উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশের বিরুদ্ধে থানায় জনসাধারণের পক্ষে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে আল-আমিন নামে এক যুবক। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান, ঘটনার সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জানা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউপির রানীগঞ্জ বাজার-সুরা মসজিদ সড়কের পাঁচ মাথা মোড় নামক স্থানে হাটশ্যামগঞ্জ সাব পোস্ট অফিস সংলগ্ন সড়কের পাশে একটি তালগাছ থেকে ১২শ টাকায় কিছু অপরিপক্ক তাল উপজেলা কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশ জনৈক তাল ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। গত ১৫ জুন ২০২৪ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে তাল ব্যবসায়ী অপরিপক্ক তালগুলো পেড়ে ভ্যানযোগে বাজারে নেওয়ার সময় আল-আমিন নামে এক যুবক ও স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। একই সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে কথা বললে তার নির্দেশ মোতাবেক কয়েকজন গ্রাম পুলিশকে সাথে নিয়ে তালগুলো জব্দ করে পরিষদে নিয়ে গেলে কিছুক্ষণ পরে ইউএনও উপস্থিত হয়ে জব্দকৃত তালগুলো জনসাধারণের মাঝে বিতরণ করেন।
ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান বাবু জানান, কৃষক লীগের সভাপতি সাইদুল ইসলাম আকাশকে মোবাইল ফোনে তাল কেন বিক্রয় করেছেন জানতে চাইলে সে আমাকে হুমকি দিয়ে বলে যে তুমি কি হয়ে গেছো, আমার পোষ্ট অফিসের গাছের তাল আমি বিক্রি করেছি তুমি বলার কে? তখন আমি তাকে বলি এটা পোস্ট অফিসের গাছ না সরকারি গাছ। আর পোস্ট অফিসও তো আপনার না সরকারি প্রতিষ্ঠান, তাহলে সরকারি জিনিস আপনি কিভাবে বিক্রি করেন? এ কথা বলাতে তিনি বলেন, তোর কি করার আছে কর যা, বেশি কথা বললে তোকেও সাইজ করে দেব।
এ ব্যাপারে অভিযোগের বাদী আল আমিন এর সাথে কথা হলে তিনি জানান, তাল জব্দ করার সংবাদ পেয়ে সাইদুল ইসলাম আকাশ একটি হাসুয়া নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে আমার গলায় হাসুয়া ঠেকালে স্থানীয় লোকজনের বাধার মুখে বলেন যে, আজ হোক কাল হোক তোকে শেষ করে দিবো। ৫ বছর কোন কথা হবে না। এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে, এ এলাকার সব কিছু আমার নিয়ন্ত্রণে চলবে। এছাড়া তিনি নিজেকে সাংবাদিক ও সরকার দলীয় নেতা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও প্রভাব খাটিয়ে আসছে। আমার গলায় হাসুয়া ঠেকিয়ে প্রান নাশের হুমকি প্রদান ও জনসাধারণ তার অপকর্মে অতিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি তাদেরকে আইনী প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।