শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বৃক্ষরোপণ অভিযান
মিরসরাইয়ে বৃক্ষরোপণ অভিযান
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ‘বৃক্ষে বাচুক ধরণী, বন্ধুত্ব বাড়ুক বৃক্ষে’ এই স্লোগানে গানে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ২০০০ ব্যাচের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৩১ মে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযানের যাত্রা শুরু হয়। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুন নাহার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার প্রমুখ।
জানা গেছে, এই বর্ষায় উপজেলার আনাচে-কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে মিরসরাই উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুর। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলামন রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে। নির্বিচারে বৃক্ষ নিধন, বন ধ্বংস আর পাহাড় কাটার ফলেই প্রকৃতি ক্ষেপে উঠেছে ব্যাপকভাবে। প্রকৃতির এই রুদ্র আচরণ থেকে পরিত্রাণের জন্য বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরী মনে করেন মিরসরাই উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা। পুরো মিরসরাইকে সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সবশেষে তারা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে টপসহ বিভিন্ন রকমের ফুলের গাছ উপহার দেন।