রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শালিস বৈঠকে হামলায় আহত-৮
রাউজানে শালিস বৈঠকে হামলায় আহত-৮
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জায়গা জমির বিরোধ মিমাংসার সালিস বৈঠকে একপক্ষের ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় টুলস এন্ড মেশিনারী ব্যবসায়ী, ইউপি সদস্য, ভূমি সার্ভেয়ার, সমাজপতি, স্কুল ছাত্র-ছাত্রীসহ ৮ জন আহত হয়েছেন অপরপক্ষের। গত (২২ জুন-২০২৪) শনিবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুখাইন মধ্যম পাড়া এলাকায়। হামলাকারীরা কিরিচ, গাছের গুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। এছাড়া মরিচের গুড়া ছিটিয়েও লোকজনকে সরিয়ে দেয়া হয়।
স্থানীয়রা হামলাকারীরা যাওয়ার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তাঁরা জনায়, ঘটনার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আসামীদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পুরুষ শূণ্য।
ঘটনায় আহতরা হলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ ইসলাম (৫০), টুলস এন্ড মেশিনারী ব্যবসায়ী মুহাম্মদ আজম হোসেন (৪৮), তাঁর ভাই আনোয়ার হোসেন (৪৪) তাঁর মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আইনুন নাহার (১৬), ছেলে নবৃ শ্রেণীর ছাত্র শাহরিয়ার হোসেন (১৫) আয়মান হোসেন (১৪), স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খায়েজ আহমদ (৫৫), সার্ভেয়ার জাহাঙ্গীর আলম (৪৫)। মামলার এজহার সূত্রে জানাগেছে, ওই গ্রামের মুহাম্মদ আজম হোসেনের সঙ্গে পার্শ্ববর্তি বাসিন্দা মুহাম্মদ নুরুদ্দিনের এক গণ্ডা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একটি শালিস বৈঠক ডাকা হয় গতকাল শনিবার সকালে। এরমধ্যে বৈঠক চলাকালে হঠাৎ মুহাম্মদ নুরুদ্দিন (৩৪) ও আকতার হোসেনের (৪০) নেতৃত্বে ৭ থেকে ৮ জন হামলা চালায় আজম হোসেনসহ অন্য শালিসকারক ও নারী শিশুদের উপর।
আহত আজম হোসেন বলেন, তাঁকে কিরিচ ও গাছের গুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে দুভাগ হয়। তাঁর মাথায় অন্তত ২০ টি সেলাই হয়েছে। তাঁর ভাইকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেন হামলাকারীরা। পরিবারের নারী শিশুদেরও আহত করে আসামীরা। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ ইসলাম বলেন, মনে হয়েছে এটি পরিকল্পিত হামলা। আমরা বিরোধ মেঠাতে গিয়ে নিজেরায় হামলার শিকার হলাম।
এবিষয়ে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) টুটন মজুমদার শনিবার সন্ধ্যায় ঘটনার পর আসামীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। পালাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।