রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সন্তানকে ফিরে পাওয়ার দাবীতে পিতা মাতার সাংবাদিক সম্মেলন
সন্তানকে ফিরে পাওয়ার দাবীতে পিতা মাতার সাংবাদিক সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২৪মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া কলেজ ছাত্র সোহানুর রহমান সোহানকে অক্ষত ভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানানো হয়েছে ৷ রোববার দুপুরে ঝিননাইদহ প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই দাবী করেন তার বাবা মোঃ মহসিন আলী ৷ এ সময় সোহানের মা পারভিনা খাতুন, ছোট দুই ভাই বোম মাসুমা খাতুন ও মাসুম উপস্থিত ছিলেন৷ লিখিত বক্তেব্যে মহসিন আলী জানান, গত ১০ এপ্রিল বিকাল ৫টার দিকে আমার বড় ছেলে কালীগঞ্জ নুর আলী কলেজের ছাত্র সোহান ঈশ্বরবা জামতলা নামক স্থানে তার মায়ের জন্য অপেক্ষা করছিলো ৷ এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে চারজন লোক ইজিবাইকে করে জোরপুর্বক তাকে তুলে নিয়ে যায় ৷ সেই থেকে সোহান নিখোঁজ রয়েছে ৷ লিখিত বক্তব্যে সোহানের বাবা উল্লেখ করেন, আমার ছেলে কোন রাজনীতি করে না ৷ সোহানের পিতা মহসিন আলী জানান, তার ছেলে সোহানুর ইসলাম শহিদ নুর আলী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল ৷ তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই ৷ ১০ এপ্রিল ঢাকা থেকে তার মা চিকিত্সা শেষে বাড়ি ফেরার পথে সোহান জামতলা নামকস্থানে মাকে আনতে যায় ৷ এ সময় ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাত কয়েকজন তাকে তুলে নিয়ে যায় ৷ এর পর স্থানীয় পুলিশকে জানানো হলেও তারা তাকে উদ্ধারে কোনো তত্পরতা দেখায়নি ৷ সন্তানকে ফিরে পেতে প্রসাসনের সহযোগিতা চেয়েছেন সোহানের বাবা ৷ সোহানের পিতা মহসিন আলী আরো বলেন, আমি প্রতিদিন ছেলের সন্ধানে রাজনৈতিক নেতা ও প্রশাসনের দারস্থ হয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি ৷ সবাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ৷ আমার প্রানপ্রিয় ছেলে সোহানের জন্য সোহানের মা ক্রমাগত অসুস্থ হয়ে যাচ্ছে ৷ ছেলের শোকে আমরা সবাই ই অসুস্থ হয়ে পেড়েছি ৷ সাংবাদিক জাহিদুর রহমান তারিক ও একাধিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহানের বাবা এবং মা তাদের ধারণার কথা উল্লেখ করে বলেন, হয়তো পুলিশের লোকজন তার ছেলেকে নিয়ে গেছে৷ এ সময় সোহানের বাবা এবং মা কান্নায় ভেঙ্গে পড়েন ৷ তারা অক্ষত অবস্থায় সোহানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান ৷
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সোহান নিখোঁজ হওয়ার পর থেকেই জানিয়ে আসছেন, পুলিশ সোহানকে নিয়ে আসেনি ৷ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সোহান আরো জানান তার কাছে পরিবারটির পক্ষ থেকে সহায়তা চাওয়া হয়েছে, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি ৷