বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা মুছাকে দুদকে তলব
রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা মুছাকে দুদকে তলব
নামে- বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি
পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাকে দুদকে হাজির হয়ে নিজের, তার স্ত্রী ও পরিবারের অনান্য সদস্যদের নামে অর্জিত সকল সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয় রাঙামাটির উপ পরিচালক মো. জাহিদ কালাম এর স্বাক্ষরে মুছার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুদক আইন ২০০৪ এর ২৬(১) উপধারা অনুযায়ী রাঙামাটির এই প্রভাবশালী নেতার ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ দেয়া হয়।
দুদক রাঙামাটির উপ পরিচালক মো. জাহিদ কামাল জানান, নামে বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আর্জনের অভিযোগে মুছা মাতব্বরের নিজের, তার স্ত্রী ও তার উপর নির্ভরশীদের সম্পদের তথ্য আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক অফিসে জমা দিতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর থেকে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা টানা দুইবারের সাধারণ সম্পাদক ও দুই দফায় রাঙামাটি জেলা পরিষদের সদস্যের হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র : ডিবিসি নিউজ টিভি।