বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে শিক্ষকদের টানা আন্দোলনে ক্যাম্পাস অচল
চুয়েটে শিক্ষকদের টানা আন্দোলনে ক্যাম্পাস অচল
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি-অবস্থান কর্মসূচির টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস পাড়া। ৪ জুলাই-২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যাই, ভিসি ভবনের সামনে অফিসার্স এসোসিয়েশন ও চুয়েট স্টাফ এসোসিয়েশনের ব্যানারে সর্বজনীন পেনশন স্কিম ও ইউজিসির আপগ্রেডেশন নীতিমালা বাতিলের দাবিতে অবস্থান ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও গত সোমবার থেকেই সব ধরনের এডাডেমিক কার্যক্রম ও দাপ্তরিক কাজ থেকে বিরত আছেন শিক্ষকরাও। সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন
চুয়েট শিক্ষক সমিতি।
এব্যাপারে চুয়েট শিক্ষক সমিতি সভাপতি জি এম সাদিকুল ইসলাম বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাবেন। তিনি জানান প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও সুপার গ্রেডে চালু করতে হবে। আমাদের দাবি গুলো মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা কর্মবিরতির এই আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করবো, আর যদি দাবি মনে নেওয়া না হয় আগামী রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো।