সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি
রাউজানে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। গরু চুরি আতষ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে গরু মালিকরা। প্রতিরাতেই গ্রামে গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চোরের দল। গত কিছু দিনে উপজেলায় বেশকিছু গরু চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ (১৫-জুলাই) সোমবার ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়িতে দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি বর্তমান বাজার ধরে এই গরুর গুলোর দাম প্রায় ৩লাখ টাকা। সোমবারের ঘটনায় মো. ফরহাদের ৩টি গরু ও মনু মিয়ার ২টি গরু একই রাতে পাশাপাশি গোয়ালঘর থেকে চুরি হয়। গত কয়েকদিন আগে পাহাড়তলী ইউনিয়নের এক অসহায় কৃষকের ৩টি গরু ও বাগোয়ান ইউনিয়নের আরও এক কৃষকের ৩টি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো: ফরহাদ বলেন, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো রেখে তালাবন্ধ করে রাত ২টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। ভোররাতে চোরেরা গোয়ালঘরের তালাভেঙে গরুগুলো নিয়ে যায়। আমাদের এ সম্বল হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। তারা জানান গরু চুরির ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিবেন। বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, গরু চুরি ঘটনা তিনি শুনেননি, গরুর চুরি ঘটনায় কেউ অভিযোগ নিয়ে থানায় যায়নি। তিনি বলেন এমপি মহোদয়ের উপস্থিততে উপজেলা সমন্বয় সভায় এলাকায় জনপ্রতিনিধির প্রতি অনুরোধ করা হয়েছে এই ধরণের চুরির ঘটনা রোধে চৌকিদারদের যাত্রিকালীন টহল ব্যবস্থা নিশ্চিত করতে, রাউজান থানা, এলাকার পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ রেখে অপরাধীদের ধরার কাজে সহায়তা দিতে। তাছাড়া চুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত রা থানায় না জানানোর কারণে পুলিশ আপরাধের জড়িতদের সনাক্ত করতে পাচ্ছে না।