মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরদীতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ঈশ্বরদীতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ঈশ্বরদী প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মিঃ) ১৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদ অফিস চত্তরে কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন এ্যাড. আবূল কালাম আজাদ এমপি ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারণ সম্পাদক ইসাহক আলী,সহসভাপতি আনিসুর রহমান, খাইরুল বাশার, ফিরোজ আল হক,আঃ হান্নান, সেলিম রেজা,বাবুল আখতার , আব্দুস সাত্তার, ও আছিয়া জযনব বেনু ৷ উপজেলা যুবলীগ সভাপতি শামসুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে যুবলীগ নেতা খালিদ হোসেন সরল ও ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বক্তব্য দেন ৷ বক্তারা নাটোর জেলার জনপ্রিয়নেতা ও লালপুর-বাগাতিপাড়া এলাকার এমপি এ্যাড. আবুল কালাম আজাদকে মন্ত্রীপরিষদ সদস্য হিসাবে নিয়োগ দানের জন্য প্রধান মন্ত্রীর নিকট জোর দাবি জানান ৷
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আবুল কালাম আজাদ এমপি বলেন, মুন্তাজ ভাইয়ের নেতৃত্বে আমি রাজনীতি করেছি ৷ আন্দোলন করেছি ৷ চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছি ৷ মামলা খেয়েছি ৷ জেল খেটেছি ৷ ৷ মুন্তাজ ভই কখনও জেল খাটেননি ৷ মুন্তাজ ভাইকে অর্থসহ সকল প্রকার সহযোগিতা করেছি ৷ তার পরও তিনি ১০ ইউনিয়নে চেয়ারম্যানদের জয়ী করতে পারেননি ৷ আমি আওয়ামীলীগের কর্মীদের ট্রেনিং দিয়ে আওয়ামীলীগের রাজনীতি করার মত যোগ্য করে গড়ে তুলেছি ৷ আমার ট্রেনিংপ্রাপ্ত যোগ্য কর্মীদের চেষ্টার কারনেই ১০ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিজয় অর্জন করা সম্ভব হয়েছে ৷ অথচ আমার মুন্তাজ ভাইয়ের পরিবার থেকে নির্বাচনে বিরোধীতা করা হয়েছে ৷
তিনি আরও বলেন, যে কোন ধরনের সন্ত্রাসী দমন করার দায়িত্ব আমার ৷ দলের নেতাকর্মীরা আন্তরিক হলে সকল প্রকার সন্ত্রাস দমন করা সহজ হবে ৷ ফেন্সিডিলের ব্যবসার ছোবল থেকে আওয়ামীলীগকে উদ্ধার করেছি দলের ত্যাগী ও সত্ নেতা-কর্মীদের সহযোগতিায় ৷ বর্তমান উন্নয়ন মুখি সরকারের সকল প্রকার কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, রাস্তাঘাট,শিক্ষা ও বিদ্যুতের মত সকল সেক্টরের উন্নয়ন অব্যাহত রয়েছে ৷ সরকার মানুষের ৫ টি মৌলিক অধিকার নিশ্চিত কল্পে কাজ করছে ৷