শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে কারামুক্ত বিএনপি নেতাকে বরণ করতে নেতাকর্মীদের ঢল
ঈশ্বরগঞ্জে কারামুক্ত বিএনপি নেতাকে বরণ করতে নেতাকর্মীদের ঢল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার পর নির্যাতন শেষে নাসকতার মামলা দিয়ে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয় ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির অন্যতম সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে। কারামুক্তির পর ১০ আগষ্ট শনিবার বিকেলে নিজ এলাকায় আসেন তিনি। এদিকে নেতা আসছে এমন খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তাকে রিসিভ করতে ছুটে যান ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধুপুর বাজার এলাকায়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থ যোগানদাতার অভিযোগ এনে গত ৩০ জুলাই ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। কাউন্টার টেররিজম ইউনিটের ২৫ জনের একটি দল ভারি অস্ত্র নিয়ে গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পাঁচ দিন তাকে গুম করে রাখা হয় আয়না ঘরে। সেখানে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ৫ আগষ্ট সকালে নাশকতার মামলায় তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৬ আগষ্ট মুক্তি পান তিনি।
মুক্তির পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দুপুরে নিজ এলাকায় আসেন তিনি। এসময় তাকে স্বাগত জানিয়ে ফুলে ফুলে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে নেতা মাজেদ বাবু নিজ নির্বাচর্নী এলাকা ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সৃতিশৌধের সামনে সংলিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে মাজেদ বাবু বলেন, আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের মানুষদের এক সাথে নিয়ে একটি আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই। বিএনপি নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করি। আমি কোন সংঘাত পছন্দ করি না, তাই কোন সংঘাত দেখতেও চাই। তারপরও যদি কেউ কোন সংঘাত করেন। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সবাই সচেতন থাকেন। দেশের বিরুদ্ধে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের থেকে সাবধান থাকবেন।