সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় কাউখালীর সন্তানরা
কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় কাউখালীর সন্তানরা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার কিছু ছাত্র কোটা বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করেন। তারা হলেন :
মো. রিয়াজুল করিম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র, অমর একুশে হল।
তিনি গত ০৬/০৬/২৪ ইং হইতে ০৫/০৮/২৪ ইং পর্যন্ত প্রধান সমন্বয়কদের সাথে মিলে সকল সমাবেশ সফল করে গেছেন।
নাজিম ওয়াহিদ শাহী (এস,এম, নাজিম উদ্দিন) ১৭/০৭/২৪ ইং ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান করে ১৮/০৭/২৪ ইং টঙ্গি কলেজ রোডে ছাত্র জনতার মিছিলে একত্রিত হয়ে উত্তরার অভিমুখে অগ্রসরের সময় পুলিশের নির্যাতনের শিকার হন।
মহিউদ্দিন মাসুদ ০৪/০৯/২৪ ইংরেজি তারিখে লালদিঘীতে পুলিশের লাঠিচার্জের শিকার।
নাঈম উদ্দিন (মান্না) ৩০/০৭/২৪ ইংরেজি চট্টগ্রামের সফল সমাবেশে পুলিশের গুলি দ্বারা আহত হন।
মেহেরাজ সরকার রাজু ১৮/০৭/২৪ ইংরেজি তারিখে খুলনা বিভাগীয় ছাত্র জনতার সফল মিছিলে পুলিশের অমানবিক লাঠিচার্জের শিকার।
মোঃ জসিম উদ্দিন ঢাকায় ছাত্র জনতার সাথে সমাবেশে যোগদানের পর পুলিশের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়।
এস,এম, নাঈম উদ্দিন ১৬/০৯/২৪ ইং - ০৪/১০/২৪ ইংরেজি চট্টগ্রামে কলেজের ছাত্র হিসেবে সক্রিয় ছিলেন রাজপথে বীরের ভূমিকায়।
আব্দুল্লাহ আল মামুন ১৬/০৭/২৪ ইং - ০৫/১০/২৪ ইংরেজি ঢাকার চিটাগং রোড এলাকার সাধারণ জনতা হিসেবে রাজপথে ছাত্রদের সহিত কাজ করে গেছেন। ফেসবুকে আন্দোলন করে দেশ স্বাধীন করা আর রাজপথে থেকে গুলি খেয়ে ধাওয়া খেয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা আকাশ পাতাল তফাৎ।
এই স্বাধীন দেশ সবার, কিন্তু দেশ স্বাধীন করার সকল কৃতিত্ব তাদের।
বিশেষ করে আমাদের কাউখালীর গর্ব মো. রিয়াজুল করিম সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছে। এই আন্দোলনে সে ওতোপ্রোতো ভাবে জড়িত।
এছাড়া জসিম, মান্না, নাজিম, রাজু, নাঈম, মাসুদ, মামুন, আরাফাত, মান্না, ইকবাল, সাগরসহ আরো অনেকেরই ভূমিকা অপরিসীম। কোটা বিরোধী আন্দোলনে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গতকাল শনিবার সন্ধায় কাউখালীর ছাত্র জনতা উপজেলা সদর মোড়ে নিহত শহিদদের ছবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে দিয়ে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরিশেষে একটাই কথা আমাদের এই স্বাধীনতা যাতে সবাই ভোগ করতে পারে এটাই এখন আমাদের ছাত্র জনতার প্রত্যাশা।