মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে আটক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ সকাল সাড়ে ৯টায় ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে সাজেকের উজোবাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উজো বাজার প্রদক্ষিণ শেষে ইউপিডিএফ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবু ধন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জলা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বীর চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি পলেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক পরান মোনা চাকমা প্রমুখ।
ইউপিডিএফ সংগঠক রুপেশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের আন্দোলন জাতির অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। খুন গুম, অপহরণ, গ্রেফতার করে এ আন্দোলন দমন করা যাবে না।
তিনি আরো বলেন, যে জাতি লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিতে জানে,‘আয়নাঘরের’ মত গোপন বন্দিশালায় বন্দিদশায় থেকেও অধিকারের জন্য প্রতিবাদ করতে সাহস রাখে, অধিকারের আন্দোলন করতে গিয়ে ষাটোর্ধ ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমারা জেল হাজতে অন্তরীণ হয়ে কঠিন জীবন নিয়ে বেঁচে থাকতে পারে সে জাতিকে ও তার অধিকারের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সুফল বয়ে আনবে না। এ আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবে না।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, জেল জুলুম, হত্যা, খুন,গুম, অপহরণসহ ঠ্যাঙারে বাহিনী লেলিয়ে দিয়ে এ সমস্যার সমাধান করা যাবে না। সরকারকে রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন ঘটলেও পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থার পরিবর্তন কোন ঘটেনি। আগের মতই সেনা শাসন বলবৎ রয়েছে। এক দেশে দুই শাসন চলতে পারে না। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠান করতে হবে।
রূপেশ চাকমা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের অধীনে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কুনেন্টু চাকমাসহ সকল রাজবন্দীদের মুক্তিসহ হত্যা-গুমের বিচারের দাবি জানান।