বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ফের পরীক্ষার্থী অপহরণ : জনতার মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে ফের পরীক্ষার্থী অপহরণ : জনতার মহাসড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি ::(৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবারে আবারও ডিবি পুলিশ পরিচয়ে মাহবুব হাসান লিমন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়৷
প্রতিবাদে এলাকার শিক্ষার্থী ও শ্রমিক ইউনিয়নের নেতারা ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে৷ চার ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে লিমনকে হাত পা বাধা অবস্থায় ঝিনাইদহ শহর থেকে উদ্ধার করা হয়৷ মাহবুব হাসান লিমন সাংবাদিক জাহিদুর রহমান তারিককে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মাহাতাব উদ্দীন ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে বের হন৷
তিনি শহরের নীমতলা ব্রীজের উপর পৌঁছালে একটি সাদা মাইক্রো তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়৷ এদিকে লিমনকে তুলে নিয়ে যাওয়ার খবর পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে পরীক্ষার হল থেকে বেরিয়ে শিক্ষার্থী বিক্ষুদ্ধ হয়ে উঠে৷ দুপুর একটা থেকে ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে৷ প্রচন্ড গরমে রাস্তার উভয় দিকে শত শত বাস ট্রাক আটকে যায়৷
ফলে প্রচন্ড গরমে বেকায়দায় পড়ে যাত্রীরা৷ খবর পেয়ে ঝিনাইদহ র্যাব ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে ৷ এদিকে দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের চাকলা পাড়ার একটি বাড়ির পিছনে চোখ ও হাত বাধা অবস্থায় লিমনকে ফেলে রেখে যায়৷
লিমন শহীদ নুর আলী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল৷ বৃহস্পতিবার তার বায়োলজি পরীক্ষা ছিল৷ কিন্তু অপহরণ হওয়ার কারণে সে আজকের পরীক্ষায় অংশ নিতে পারেনি৷ সে কালীগঞ্জ শহরের সান্তনা ক্লিনিকের মালিক গোলাম রব্বানির ছেলে৷
গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুন্দিয়া ৷ তবে কে বা কেন তাকে তুলে নিয়ে গিয়েছিল তা কেউ বলতে পারেনি৷ উদ্ধার হওয়া লিমন সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে আরো জানান, আমাকে পুলিশের পরিচয় দিয়ে মাইক্রোতে তুলে নিয়ে যায়৷ এরপর চোখ বেধে ফেলে৷ তবে আমার জ্ঞান ছিল৷ তারা আমাকে কথা বলতে নিষেধ করে৷
এরপর ঝিনাইদহের চাকলাপাড়ায় ফেলে রেখে যায়৷ এর থেকে বেশি কিছু বলতে চাচ্ছে না লিমন ৷ তার চোখে মুখে আতঙ্কের রেখা দেখা যাচ্ছিল ৷
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন অপহরণের কথা স্বীকার করে জানান,
আমি শুনেছি ঝিনাইদহে অজ্ঞান অবস্থায় লিমনকে পাওয়া গেছে ৷ তবে পুলিশ এ ঘটনার সাথে জড়িত নয় বলে তিনি জানান ৷
উল্লেখ্য, গত ১ মাসে কালীগঞ্জ থেকে বেশ কয়েকজন ছাত্র অপহৃত হয়েছে৷ এরমধ্যে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে ৷