সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী দাখিল মাদরাসা ও শিশু সদনে পবিত্র ঈদ - এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
কাউখালী দাখিল মাদরাসা ও শিশু সদনে পবিত্র ঈদ - এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতছড়িতে অবস্থিত ছিদ্দিক ই- আকবর- ( রাঃ) দাখিল মাদরাসা ও শিশু সদনের আয়োজনে পবিত্র ঈদ- এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ্কার বিতরনী দোয়া মাহফিল ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. মোখতার আহম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি মো. মহি উদ্দিন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. আরিফুল হক মাহবুব, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, মাদরাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ডা. সলিম উল্লাহ খান, উপজেলা ইসলমি শাসনতন্র্ আন্দোলন সভাপতি মাওলানা আবুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসা শিক্ষক মো. খুরশেদ আলম।
এসময় মাদরাসা সহকারী সুপার কাজি হোসাইন ফারুকী, মাওলানা মুহাম্মদ গোলাম ফারুক, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ মতিউর রহমান, মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, সমাজ সেবক মো. আলী আহমে, বিশিষ্ট সমাজ সেবক মো. জয়নাল আবেদিন মুন্সি, মো. ইসমাইল হোসেন, শিক্ষক হাফেজ মো. জোনায়েদ, শিক্ষক মো. মঞ্জুরল করিম, শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মো. মনিরুল আলম, মো. আব্দুস ছামাদ,মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে কৃতি দাখিল পরিক্ষার্থী জিপিএ -৫ প্রাপ্ত ছাত্রী আমিনা খাতুন কে মাদরাসার পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট সহ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের পক্ষ হতে সম্মাননা সনদ পত্র প্রদান করা হয়। এসময় মাদরাসার অসুস্থ এক ছাত্রকে নগদ অর্থ প্রদান করা হয়।
পরে দেশ জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয়।