বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক
খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ির লতিবান ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ৩কর্মী নিহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বুধবার ৩০অক্টোবর সকাল ১০টায় পানছড়ির লতিবান ইউপির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ও লতিবান ইউপি চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা।
নিহত ইউপিডিএফ কর্মীরা হলো, সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রামে হাসিনার আমলে সৃষ্ট নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী ঘটনাস্থলে নিহত হন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা পাঠানো এক বার্তায়, পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সঙ্গে জড়িত নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি।ঘটনাস্থল দুর্গম হওয়ায় মরদেহ উদ্ধারে যেতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার(এসপি) আরেফিন জুয়েল বলেন, ঘটনাস্থলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছেছে। লাশ উদ্ধার করার পর বিস্তারিত জানা যাবে।