বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রিভিউ করবেন সালাউদ্দিন কাদের চেীধুরী
রিভিউ করবেন সালাউদ্দিন কাদের চেীধুরী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ১৪ অক্টোবরের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করবেন ৷
সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ৬ অক্টোবর মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত্ শেষে তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন৷
বিকেল সোয়া ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী স্বাক্ষাত্ করেন৷ এ সময় তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরম্নদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিষয়ে আলোচনা হয়৷
কারা কর্তৃপক্ষ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে সাকা চৌধুরীর আইনজীবী কারাগারের ভেতরে প্রবেশ করেন৷ এ সময় আইনজীবীর সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রায় আধা ঘন্টা কথা হয়৷
কারাগার থেকে বের হয়ে সাক্ষাতের বিষয়ে আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী বলেন, ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরম্নদ্ধে রিভিউ করতে সম্মতি দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী৷ তিনি রায়ের অসঙ্গতিগুলো তুলে ধরে রিভিউ করতে আমাদের কাছে কিছু পয়েন্ট তুলে ধরেছেন৷ আগামী ১৪ অক্টোবরের আগেই আমরা রিভিউ পিটিশন দাখিল করব৷
এর আগে ১ অক্টোবর বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে তার মৃত্যু পরোয়ানা সংক্রানত্ম কাগজপত্র পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ৷ সর্বোচ্চ আদালত এ যুদ্ধাপরাধীর মামলার আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার আনত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক তার মৃত্যু পরোয়ানায় সই করেন৷
২০১৩ সালের ১ অক্টোবর বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আনত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন৷ ২০১৫ সালের ২৯ জুলাই সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণা করা হয়৷ দুই রায়েই ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার দন্ড বহাল রাখা হয়৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৩মিঃ