শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন
কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন
মো: ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা শনিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
যুবদলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. মমিনুল করিম ( জীবন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ - সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবুল কালাম রিপন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তারা মিয়া,উপজেলা বিএনপি সদস্য মো. মহিউদ্দিন, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফায়ত উল্লাহ পিন্টু,কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিন্টু কান্তি দে।
অনুষ্ঠান সঞ্চালনয় মো. ইসমাইল তালুকদার ও মো. সেলিম মাহমুদ।
বক্তব্য রাখেন, পারভেজ মানিক, ফিরোজ মাহমুদ,মোঃ জাহাঙীর আলম, মো. সেকান্দর হোসেন, আব্দুল্লাহ আল তুহিন, মো. জাফর, মো.আক্তারুজ্জামান,সহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর (ড্রাইভার), উপজেলা বিএনপি নেতা মো. আলমগীর সাবেক মেম্বার, বিএনপি নেতা মো. আব্দুল হান্নান,উপজেলা মহিলা দলের নেত্রী খরুশীদা বেগম, মহিলা দলনেত্রী শাহেদা বেগম, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. জাহাঙ্গীর, যুবদল নেতা মো. জসিম উদ্দিন, যুবদল নেতা মো. রুবেল, যুবদল নেতা মো. শফি সহ উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে চলে গেলেও এখনো তাদের দোসরর সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে। আমাদের কে তাদের থেকে সতর্ক থাকতে হবে। বক্তারা আরও বলেন আজ ২ নভেম্বর জাতীয় সমবায় দিবস সেখানে উপজেলা সমবায় কর্মকর্তা আওয়ামী লীগের সমর্থকদের দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করান এবং জাতীয় দিবসে কোন বিএনপি সহ অন্য কোন দলের নেতাকর্মী কে দাওয়াত করা হয় নি বলে বক্তরা উপজেলা যুবদলের প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠানে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, যে আওয়ামী লীগের দালালী আর চলবেনা। ভবিষ্যতে তা কঠোর ভাবে প্রতিহত করা হবে বলে বক্তারা যুবদলের প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় তাদের মতামত ব্যাক্ত করেন।
আলোচনাত্তর যুবদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মিলনায়তনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও যুবদলের দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়।