মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আর্মি সিকিউরিটি ইউনিটের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাঙামাটিতে আর্মি সিকিউরিটি ইউনিটের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে উদযাপন করা হলো আর্মি সিকিউরিটি ইউনিটের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷
এ উপলক্ষে রাঙামাটি শাখা তাদের নিজস্ব ইউনিটে ২৫ এপ্রিল সোমবার দুপুরে কেক কাটা ও এক প্রীতিভোজ এর আয়োজন করেন ৷
আর্মির বিভিন্ন ইউনিট থেকে রাঙামাটি আর্মি সিকিউরিটি ইউনিটের শাখা অধিনায়ক মেজর শফিকুর রহমানের হাতে ফুলের তোড়া,ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ৷
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সানাউল হক এসজিপি.পিএসসি ৷
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল এমএম আনিসুর রহমান পিএসসি,ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) রাঙামাটি শাখার অধিনায়ক কর্নেল এমদাদ উল্লা ভুইয়া,কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল কামাল,রাঙামাটি রিজিয়ন এর বিএম মেজর মেহেদী হাসান,রাঙামাটি সদর জোন কমান্ডার এর পক্ষে উপ অধিনায়ক ,সিগন্যাল এর অফিসার ক্যাপ্টেন শাহানাজ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের বরুন চাকমা,জেলা পুলিশ সুপার এর পক্ষ কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ, ও এনএসআই এর যুগ্ম পরিচালক ইউছুফ আলি হাওলাদার,রাঙামাটি জেলা বিএনপি নেতা শাহ আলম ও সাবেক রাঙামাটি জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ ৷
প্রধান অতিথি কেক কেটে আর্মি সিকিউরিটি ইউনিটের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন এবং উপস্থিত অতিথি বৃন্দকে প্রীতিভোজে অংশ গ্রহনের আহবান জানান।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সানাউল হক বলেন আর্মি সিকিউরিটি ইউনিটের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আগত সকল মেহমানদের পক্ষ থেকে এসইউ ইউনিটের সফল দাযিত্ব পালনকারী অফিসার মেজর শফিকুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি এবং ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ইউনিটের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি ৷