শিরোনাম:
●   আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” ●   নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান ●   রামগড়ে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল ●   ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি ●   ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ●   আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ ●   ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী ●   রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১ ●   মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা ●   ছাত্র অধিকার পরিষদ ভূষণছড়া ইউপি শাখার কমিটি গঠন ●   রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় ভোটার দিবস পালন : জেলায় মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন ●   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র‍্যালি ●   আন্তর্বর্তীকালিন সরকার জুলাই অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : আনু মুহাম্মদ ●   রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান ●   গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য ●   রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায় পিসিজেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিপর্যস্ত জনজীবন ●   স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু ●   চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ ●   দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী ●   কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ●   হাটহাজারীতে জনদূর্ভোগ লাঘবে প্রশাসনের অভিযান ●   পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার ●   রমজানে দ্রব্যমূল্যে সহনশীল রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে রাঙামাটিতে আলেম-ওলামাগণের আহবান ●   দেশের জন্য, রাজনীতির জন্য ক্ষতি হবে তার বিরুদ্ধে লড়াই অব্যহত থাকবে : গণতন্ত্র মঞ্চ ●   মা-বাবার পাশে সমাহিত বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান ●   রাঙামাটিতে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন কমিটি গঠন ●   ঈশ্বরগঞ্জে বাসর রাতে জামাই গ্রেফতার ●   আত্রাইয়ে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক রোগী ও প্রতিবন্ধী শিক্ষিকা দিয়ে চলছে দরিবৃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। একজন প্রতিবন্ধী ও একজন মানসিক রোগি হওয়ায় শিক্ষার্থীরা আতংকে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ গ্রামে ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২শ ৩০জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়টিতে ৬জন শিক্ষক থাকলেও এর মাঝে একজন দৃষ্টি প্রতিবন্ধী ও একজন মানসিক ভারসম্যহীন শিক্ষিকা রয়েছে। আর এখানেই যত সমস্যার সৃষ্টি হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষিকা পারভীন আক্তারকে তার স্বামী হাবিবুর রহমান পাঠদানে সহযোগিতা করে কোনরকম চালিয়ে নিচ্ছেন। কিন্তু পাঠদানে বেশি সমস্যা সৃষ্টি করছে মানসিক ভারসম্যহীন শিক্ষিকা শরীফা বেগম। শরীফা বেগম ২০১৮ সালের ৩ মার্চ বিদ্যালয়টিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মেধাবী শিক্ষক হিসেবেও প্রশংসা কুড়িয়ে ছিলেন। ২০২২ সালে তার মানসিক সমস্যা দেখা দেয়। ২০২৩ সালে মানসিক সমস্যা তীব্র আকার ধারণ করলে ওই বছরের ১১নভেম্বর চিকিৎসার জন্য থাকে ৬মাসের ছুটি দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর চলতি বছরের ২৪ মে তিনি আবারও বিদ্যালয়ে যোগদান করেন। কিন্তু তিনি বিদ্যালয়ে এসে উদ্ভট আচরণ শুরু করেন। তার উদ্ভট আচরণে শিক্ষার্থীরা চরম ভয় পায়। অন্য শিক্ষকগণ শ্রেণিকক্ষে পাঠদানের সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। শুধু এই বিদ্যালয়েই নয় তিনি আশপাশের বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়েও সমস্যার সৃষ্টি করেন।

নাসরিন আক্তার, আল নাঈম ইসতেখার আবিদ, শরিফা খাতুন, রুবি আক্তার সহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শরিফা ম্যাডাম ক্লাসে আমাদের সাথে পাগলের মত আচরণ করেন। প্রায় সময় ম্যাডাম নিজেই নিজের কান ধরে উঠবস করেন। উনার আচরণে আমরা ভয়ে আতংকে থাকি। কখন কি করেন উনি নিজেই তা জানেন না। আমরা চাই একজন ভালো শিক্ষক আমাদের ক্লাস নিবেন।

অভিভাবক নূরুল আমীন, রাখিয়া সুলতানা ও নার্গিস আক্তার বলেন, শরিফা ম্যাডামের আচরণে ছেলে মেয়েরা অনেক সময় ভয়ে স্কুলে আসতে চায় না। তাকে দেখে বাচ্চারা ভয় পায়। প্রায় সময়ই আশপাশের বাড়িতে ঢুকে পড়ে উল্টাপাল্টা কাণ্ড করে বসেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। শরিফা ম্যাডাম সরিয়ে নিলে অন্য শিক্ষকগণ অন্তত বাধাগ্রস্তহীন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারতেন। উনার জন্য বাচ্চারাও শিক্ষা গ্রহণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। একজন মানসিক রোগি কিভাবে শিক্ষিকার দায়িত্ব পালন করে তা তাদের বোধগম্য নয়।

প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, শিক্ষিকা শরীফা বেগমকে নিয়ে সমস্যায় আছি। শরীফা মানসিক ভাবে চরম বিপর্যস্ত। তিনি ঠিক পাঠদান করাতে পারেন না। উল্টো বাচ্চাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, শিক্ষিকার বিষয়টি প্রধান শিক্ষক হোয়াটসআপে জানিয়ে ছিলেন। ওই শিক্ষকের মানসিক সমস্যা রয়েছে। ইতোমধ্যে তিনি চিকিৎসা নিয়েছেন তবে পুরোপুরি সুস্থ্য হননি। পাঠদানের সমস্যার বিষয়টি লিখিত ভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শিক্ষিকার কারণে বিদ্যালয়ের পাঠদানে সমস্যার বিষয়টি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি চাই প্রতিটি বিদ্যালয়ে বাধাগ্রস্থহীন পাঠদান অব্যাহত থাকুক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)