মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » প্রবাসী বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান: শফিকুর রহমান চৌধুরী
প্রবাসী বিনিয়োগ বাড়লেই বাড়বে কর্মসংস্থান: শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে প্রবাসী বিনিয়োগ বাড়লে, বাড়বে কর্মসংস্থান৷ কর্মসংস্থান বাড়লে কমবে বেকারত্বের পরিমাণ৷ তাই দেশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদেরকে উত্সাহিত করতে হবে৷ তিনি আরও বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ৰেত্রে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷ প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সরকার নানান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রয়েছেন সর্বদা আন্তরিক৷
তিনি ২৫ এপ্রিল সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী দারা মিয়ার বিনিয়োগে নির্মিত ‘তজিম উল্লা কমিউনিটি সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন৷ ইস্ট লন্ডন আওয়ামী লীগ নেতা দারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাবেক ত্রান ও পুর্নবাসন সম্পাদক ফজলু মিয়া, আওযামী লীগ নেতা রকন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য আবদুর রউফ, নিজাম উদ্দিন, ইকবাল হোসেন শাহীন, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, পুরান বাজারের কমিশনার দিলবর আলী৷ অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওঃ আবদুল মোমিন ও দোয়া পরিচালনা করেন হাফিজ আবদুল কদ্দুছ ৷