সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিথ্যা মামলার শিকার হলেন সাংবাদিক আরফাত
মিথ্যা মামলার শিকার হলেন সাংবাদিক আরফাত
রাউজান প্রতিনিধি :: রাউজানে জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি ও রাউজান প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. আরফাত হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।
এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী। মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ এপ্রিল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়াহাট এলাকায় তরিক্বত ভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগের ১০৬ নং শাখা (কার্যালয়) ভাঙচুরের অভিযোগ আনা হয়। এ ঘটনায় ওই শাখার সভাপতি দিদার আলম বাদী হয়ে ১১অক্টোবর ২০২৪ ইং রেজি রাউজান থানায় মামলা দায়ের করেন।
মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম সহ ৭০জনসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জন আসামি করা হয়।
এমামলায় ৬১নং আসামি করা কয় সাংবাদিক মো. আরফাত হোসাইনকে। এই প্রসঙ্গে সাংবাদিক আরফাত হোসাইন বলেন, আমি মিথ্যা মামলার শিকার হয়েছি। রাউজানে দীর্ঘ ৯ বছর সংবাদপত্রে কাজ করে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। ভাঙচুরের সাথে আমার কোনো সংশ্রিষ্টতা নেই। আমি এই বিষয়ে কিছুই জানি না।
এবিষয়ে কথা মামলা বাদীর সাথে মুঠোঠোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিক মো. আরফাত হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের হওয়ায় নিন্দা জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।