মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেওয়ায় ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল
গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেওয়ায় ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র ব্যানারে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ওই আনন্দ মিছিল করা হয়।
মিছিলটি পৌর বাজারের ছাগল মহালে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকুসহ নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতা হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হেসেন চকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বলেন, বিগত দিনগুলোতে বিএনপি ন্যায় বিচার পায়নি। আওয়ামী লীগ সরকার মিথ্যা সাজানো মামলা দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করেছিলো। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব মামলা প্রত্যাহার করতে হবে।