মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচনের ভোট উৎসবে চট্টগ্রামের রাউজান
নির্বাচনের ভোট উৎসবে চট্টগ্রামের রাউজান
রাউজান প্রতিনিধি :: আগামী ৭ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। বসে নেই সংরক্ষিত আসনে মহিলা প্রার্থীরাও। কদলপুর ইউনিয়নে রয়েছেন বর্তমান সাবেক ও নতুন মুখ চেয়ারম্যান প্রার্থীরা। কদলপুরে প্রার্থীরা হলেন মোজাহেদুল চৌধুরী লিংকন, মো: তসললিম উদ্দীন চৌধুরী, সাইফুল হক চৌধুরী লাবলু। ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীরা হলেন নাছের, সাইদুল ইসলাম, অালি অাকব্বার, অাহম্মাদ হোসেন বাচা ।মহিলা সদস্যদের মধ্য ৩.৫.৬ ওয়ার্ডে রনিকা ভট্টাচার্য ও নাইমা অাক্তার। ৭.৮.৯ ওয়ার্ডে শামসুর নাহার, ও ঝিনু বড়ুয়া। পাহাড়তলী মেম্বার প্রার্থীর মধ্য ১নং ওয়াডে সেকান্দর বাদশা, অাবদুর ছএার তুহিন, বদিউল অালম, অাশুতোষ বড়ুয়া ২নং ওয়াডে সুজন মল্লিক ও কামরুল ইসলাম। ৪নং ওয়াডে
মাহফুজ হক, মো সাইফুল, জয় দেব মহ্ররি।৫ নং ওয়াড়ে অাইয়ব খান জনি, বাদল পাল, ইউসুপ।৪.৫.৬ মহিলা অাসনে চিনু রানী দে, রিনা দও।৯ রিটন বড়ুয়া, দেব মিত্র বড়ুয়া ম্যাকেল, ৮ নং ওয়ার্ডে মহিলা ১,২,৩ অাসনে রেখা রুদ্র, খুরশিদা বেগম, অাজাদ অাকতার। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান -মেম্বার প্রার্থীরা ইতিমধ্যই পোষ্টারও ব্যানারে নিজের ছবি ছাপিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বাসীদের শুভেচ্ছা দোয়া কামনা করছেন। ইউনিয়ন বাসীদের মন জোগানোর জন্য ঘরে ঘরে গিয়ে ব্যাপক প্রচারা করছে।পাশাপাশি দলীয় সমর্থন পেতে আগে ভাগেই উচ্চ পর্যায়ের নেতাদের মন জয় করতে শুরু করেছেন মেম্বার প্রাথীরা। পিছিয়ে নেই মহিলা অাসনের প্রাথীরাও। মাঠে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে ইউপি নিবার্চনে চেয়ারম্যান ও মেম্বারদের।