শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি এবং পার্বতীপুর রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল অনুষ্ঠান পালন করে।
শনিবার ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পার্বতীপুর কার্যালয়ের সামনে শহীদ জিয়া রেলপার্ক স্টেশন চত্ত্বরে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কমিটির, মোঃ রফিকুল ইসলাম মিশু, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,জেড,এম রেজওয়ানুল হক, সাবেক সংসদ দিনাজপুর-৫ ও সভাপতি উপজেলা বিএনপি পার্বতীপুর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এডভোকেট এম আর মন্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম মিনহাজুল হক সাবেক মেয়র পার্বতীপুর পৌরসভা সিনিয়র সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি, আতিয়ার রহমান গণশিক্ষা বিষয়ক সম্পাদক জেলা ও সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি, আনোয়ারুল হক পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা ও সাধারণ সম্পাদক পৌর বিএনপি, সাখাওয়াত হোসেন রঞ্জু সিনিয়র সহ-সভাপতি রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি, আনিসুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, ইমরুল কায়েস পলাশ সহ-সাধারণ সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, সাইফুল্লা মজুমদার সোহাগ অর্থ সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি,, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক রেলে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সাইদুর রহমান আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, লুৎফর রহমান ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, নুরুল হক সভাপতি ওপেন লাইন শাখা পার্বতীপুর, হাবিবুর রহমান সভাপতি ডিজেল শাখা পার্বতীপুর, মোঃ মজিবুর রহমান সভাপতি কেলকা শাখা পার্বতীপুর, রাজিউল ইসলাম রাজীব সভাপতি লোকসেট শাখা পার্বতীপুর, মোঃ ফজলুর রহমান সম্পাদক ওপেন লাইন শাখা পার্বতীপুর, মোহাম্মদ পিয়ার আলী সম্পাদক ডিজেল শাখা পার্বতীপুর, মোহাম্মদ মীর লোকমান সম্পাদক কেলকা শাখা পার্বতীপুর, মোহাম্মদ আনোয়ার হোসেন লিখন সম্পাদক লোকসেট শাখা পার্বতীপুর।
অনুষ্ঠান সুচি পরিচালনা করেন মোঃ ফজলুর রহমান সম্পাদক ওপেন লাইন শাখা পার্বতীপুর, এবং আরো উপস্থিত থাকেন পশ্চিমাঞ্চল রেলওয়ে শাখা বিভিন্ন শাখার কমিটি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সভাপতি, পার্বতীপুর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন বলেন, শ্রমিক দের বিভিন্ন বৈষম্য সহ নানা বিষয়ে আলোকপাত করে, আগামী জাতীয় সংসদ নির্বচনে পার্বতীপুর-ফুলবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক ও জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার আহবান জানান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে নেতা, কর্মী সকলে একযোগে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে হবে, যা আগামী জাতীয় নির্বাচনে সাফল্য বয়ে আনবে। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম মিশু সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।