রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবদলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
রাউজানে যুবদলের নেতাকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় এক যুবদলের নেতা গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন সোমবারইজ্জ্যে হাট বাজারের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমীর পাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। ঘটনার পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু বাজারের আবু তালেব মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ৪ টি সিএনজি চালিত অটোরিকশা যোগে প্রায় ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আনোয়ার হোসেন বাচলুকে দুই পায়ে গুলি ও মাথায় গুলি করে আঘাত করেন।
মো. দিদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ব্রীজের উপর দাড়িয়ে আমি আনোয়ার, নাজিম, আসিফ মাটি সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম। অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে আনোয়ার আনোয়ার বলে চিৎকার করে আমাদের দিকে গুলিবর্ষণ করতে থাকে। এতে আনোয়ার উরুতে (রানে) দুটি ও মাথায় গুলিবিদ্ধ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, কলদপুর পাহাড় কেটে কৃষি জমি ভরাটের উৎসব চলছে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর হতে কদলপুর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু রাউজান উপজেলা যুবদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এ ব্যাপারে রাউজান থানার ওসি সফিউল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।