মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌকার বিজয়ে বাড়বে এলাকার উন্নয়ন
নৌকার বিজয়ে বাড়বে এলাকার উন্নয়ন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা বিজয়ী হওয়ায় দেশ স্বাধীন হয়ে ছিল৷ নৌকা বিজয়ী হলে দেশের উন্নয়ন হয়৷ নৌকা বিজয়ী হলে দেশের বঞ্চিত-অবহেলিত মানুষ নিজেদের অধিকার ফিরে পান৷ তাই নিজেদের প্রয়োজনে নৌকা প্রতিকে ভোট দিয়ে ৭মে’র নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরকে নির্বাচিত করুন৷ নৌকা বিজয়ী হলে বাড়বে এলাকার উন্নয়ন৷ তিনি আরও বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ৰেত্রে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়িত হচ্ছে৷ তাই ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হলে ওই উন্নয়ন কর্মকান্ড সততা ও দৰতার সাথে বাসত্মবায়িত হবে৷
তিনি রোববার রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামাপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর’র নৌকা প্রতিকের সমর্থনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন রামাপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর৷ বৈঠকের শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন আবদুস ছালাম ও স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরম্নল ইসলাম৷
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কদর আলী মেম্বারের সভাপতিত্বে এবং জেলা তরম্নণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল ও রামাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, ত্রান ও পুর্নবাসন সম্পাদক অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, রামাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরম্নল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ, উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বদরম্নল ইসলাম মহসিন, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা নবীন লীগের সভাপতি লিটন আহমদ৷
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, শের আলী, ইয়াসিন আহমদ, শেখ মোশাহিদ আলী, আবদুল মছবি্বর, এলাকার মুরব্বী আরশ আলী, হাছন আলী, আশ্রব আলী, সিরাজ আলী, আবদুল কদ্দুছ মেম্বার, আবদুল মালিক, মসত্মাব আলী, আবদুস ছালাম, আবদুল মান্নান, সাহাব উদ্দিন, আবদুর রহিম, উসমান আলী, শরীফুর রহমান, মইনুল ইসলাম, শফিক উদ্দিন, মাসুক মিয়া, সাদ আলী প্রমুখসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ৷