সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত
ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার ভোর থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরের ডাকবাংলো সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর স্থানীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল তাদের নিজ নিজ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল, সরকারি বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের কবর জিয়ারত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা প্রতিযোগিতা, আনিষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ঈশ্বরগঞ্জ সোনালি টকিজে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দফতরের ১৪টি প্রদর্শণী স্টল বসানো হয়। বিকেলে আলোচনা সভা শেষে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।