মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন
মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল ফয়সাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আহনাফ বিন মেজবা তুষার।
রবিবার (১৬ ডিসেম্বর) উপজেলার তালবাড়ীয়া এলাকায় স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আকিব মাহমুদ অভি, সহ সভাপতি ইমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরহাম মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, সদস্য মারুফুল ইসলাম, আরমান হোসেন, আজমীর হোসেন, শাখাওয়াত হোসাইন অপু, আবির খান, ইমতিয়াজ উদ্দিন তামিম, ফরহাদ উদ্দিন, ইফতেখার হোসেন তানভীর, রফিকুল ইসলাম রাফি, সাইমুন, রবিন, সাহেদ, মাহি, রাহিম, মেশকাত।
এছাড়াও কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন , প্রধান পৃষ্টপোষক জাহেদ হোসাইন, প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম সোহাগ, উপদেষ্টা সম্পাদক মো. ইমন, মিডিয়া উপদেষ্টা ইকবাল হোসেন জীবন।
নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাব সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে ক্লাবের কর্ম পরিধি আরও প্রসারিত হবে। ক্লাবকে সবার কাছে গ্রহনযোগ্য করে তুলতে আমরা নতুন ইভেন্ট, টুর্নামেন্ট এবং ট্রেনিং সেশন আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। সকলে অংশগ্রহণ করুন এবং আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করুন।