বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান
পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় দুস্থ গরিব অসহায় পরিবারের মাঝে লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ০৯ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ০৯ বান্ডিল (প্রত্যেক পরিবারকে ০১ বান্ডিল করে) ঢেউটিন এবংঅসহায় ০৩ জন মহিলাকে সেলাই মেশিন, ০১ জন অসহায় পরিবারকে সোলার প্যানেল, ০৮ জন দুস্থ, গরীব, অসহায় ও অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, হাসান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ০১ সেট ব্যাডমিন্টন খেলার সামগ্রী এবং দুদুকছড়া এলাকার জনসাধারণের খেলার জন্য ০১ সেট ভলিবল ও নেট প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।