শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খেলার মাঠে এ খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহীন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশারফ হোসেন মিলন জানান, কাকনহাটি যুবসংঘের আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌরসভা ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথম দিনে আঠারবাড়ি ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়। খেলা চলাকালীন সময়ে উস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, হাবিবুর রহমান আকন্দ হলুদ, আনোয়ারুল কবীর রেনু, নুরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য এড. শাহজাহান কবির সাজু, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকন, ঝুলন চকদার, শাহ মোফাজ্জল হোসেন টিপু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, অধ্যক্ষ কামরুল আলম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।