শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আবুরহাট বাজারে সংস্থার কার্যালয়ে সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় এবং সংস্থার সভাপতি পংকজ লাল ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাহাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট অলিউল কবির ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন আবুরহাট বাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি ওচমান গণি রাইটার, সংস্থার ক্রীড়া সম্পাদক এনায়েত উল্ল্যাহ, সংস্থার সদস্য মামুন, ইসমাইল, সুপ্লব সূত্রধর প্রমুখ। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সংস্থার সদস্যদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংস্থার পৃষ্ঠপোষক হাফেজ আবুল বশর। অতিথিরা আবুরহাট অঞ্চলের শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র তুলে দেন। উল্লেখ্য, ১৯৭৮ সালে সংকেত সংস্থা প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।