শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা
কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার থানার বিলে অবস্থিত তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সালানা জলসা-২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সালানা জলসা - ২০২৫ উপলক্ষে এক প্রস্তুতি আলোচনা সভা তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মেহমানদের পক্ষ থেকে পরামর্শক বক্তব্য রাখেন মো. লোকমান হোসেন কোম্পানি, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফায়ত উল্লাহ পিন্টু, মো. ইলিয়াস চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী মো. দিদারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো. সেকান্দর হোসাইন, বেতছড়ি জামে মসজিদ সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাজি মহররম আলী, সাংবাদিক মো. ওমর ফারুক, মাহবুব সওদাগর, আবুল বশার সহ সভায় উপস্থিত আরো অনেকে।
সভায় সালানা জলসা- ২০২৫ উপলক্ষে সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী জানুয়ারি -২০২৫ মাসে সালানা জলসা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।