শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের গামারিঢালায় ভূমিখেকো দুই সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভূমির মালিকরা।
শুক্রবার (২৭ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন ভূমির মালিকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের পক্ষে ভুক্তভোগী বিমলেন্দু বিকাশ চাকমা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘ ১৮বছর ধরে জেলা সদরের ২৫৬ নং গামারীঢালা মৌজায় বসবাস করে আসছিলেন তারা। তাদের নামে ভূমির রেকর্ড থাকলেও মোট ১২জনের প্রায় ৬একর জায়গা মো. জাহাঙ্গীর আলম খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বুলবুল আহম্মদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুই সহোদর ভাই মিলে আঞ্চলিক দলিল বা কাগজ মূলে ভুক্তভোগীদের দখলে থাকা ভূমি আত্মসাতের চেষ্টা করছেন। দলীয় প্রভাব খাটিয়ে নানা হুমকি ধামকীতে ভূমি হারা হয়ে এলাকা ছাড়া হয়েছে অনেকেই। তাদের জায়গায় অস্থায়ী স্কুল, দোকান, সেবাকেন্দ্র নাম দিয়ে সরকারি অনুদানে ছাদ ঢালাই বিল্ডিং করে বুলবুল নিজের বাস ভবন হিসেবে বসবাস করছে। বিতর্কিত জমি নিজের নামে দেখিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধোকা দিয়ে একাধিকবার ভুয়া প্রজেক্টের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সরকারি স্কীমে ফিসারি পুকুর করে মাছ চাষে অন্যকে বর্গা দেয়। ভূমি বেদখল করে উল্টো জমির মালিক বিমলেন্দুর বিরুদ্ধে ১৮বছর যাবত মামলা দিয়ে হয়রানি করে আসছে বুলবুল। খাগড়াছড়ি জেলা জর্জ কোর্টে ভূমির মালিক বিমলেন্দু রায় পেলে জাহাঙ্গীর বুলবুল ঢাকায় হাই কোর্টে আপীল করে বিমলেন্দুর বিরুদ্ধে করা মামলা ঝুলিয়ে রেখেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ন্যায় বিচার পেতে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভূমিহারা ১২জন ভুক্তভোগীর মধ্যে মো. ইয়াছিন, মাইনুল, নাজিম, কাজিম, আনোয়ার হোসেন, ধ্রুব রঞ্জন দেওয়ান (হেডম্যান ২৫৬নং গামারীঢালা মৌজা), মো. হাসেম, লাল মিয়া।