শিরোনাম:
●   সূর্যের দেখা নেই, আত্রাইয়ে আবারও বাড়েছে শীতের তীব্রতা ●   মিরসরাইয়ে গাছের চারা বিতরণ ●   কাপ্তাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ●   বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সমস্যা জানালেন সিজিএএ নেতারা ●   খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত ●   নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন ●   কাপ্তাইয়ে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র ও সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   খাগড়াছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   পানছড়িতে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন ●   এম.এ হায়দার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ ●   রাউজানে বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন ●   ভারত তীর্থমুখ পৌষ মেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্য সকল প্রস্তুতি গ্রহন ●   ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের আনন্দ মিছিল ●   ভদন্ত জোতির্ময় মহাথেরোর মাতা মনিবালা বড়ুয়ার স্মরনে সংঘদান অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ●   রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ ●   দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার ●   শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ●   ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থলুটের অভিযোগ ●   মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ●   ঘোড়াঘাটে অবৈধ দখলে রাস্তা ও ফুটপাথ জনদূর্ভোগ চরমে ●   কাউখালী পাইন বাগান দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত ●   কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন ●   অপহরণ, ধর্ষণ ও নির্যাতনে নয় পাপিয়া মারা গেছে ক্যান্সারে ●   রাউজান পৌরসভা যুবলীগের নেতাকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি ●   নান্দাইলে এক হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ●   শ্রমিকরা স্বস্তিতে না থাকলে সরকারেও স্বস্তি আসবেনা : সাইফুল হক ●   খাগড়াছড়িতে ভূমিখেকো সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ●   ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার
প্রথম পাতা » দিনাজপুর » দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার

--- মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: দিনাজপুর মালিক সমিতির সঙ্গে পার্বতীপুর মালিক সমিতির দ্বন্দ্বে ১১ দিন ধরে পার্বতীপুর থেকে রংপুর, দিনাজপুর, ফুলবাড়ী, সৈয়দপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ১১ দিন ধরে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর-সৈয়দপুর ফুলবাড়ী-রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে এ রুটে চলাচলকারি বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলা প্রশাসক বিষয়টি দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। পার্বতীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের মালিক পক্ষের সুপারভাইজার মোহসীন আলী ঝেল্লা বলেন, গত ১৮ ডিসেম্বর থেকে দিনাজপুর মোটর মালিক সমিতি এবং পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দের জেরে এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান বলেন, বিগত সরকারের আমলে দিনাজপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর সড়কে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ৬টি কিন্তু বর্তমানে রয়েছে মাত্র একটি। দিনাজপুর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ায়, পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি মিঠাপুকুর, নাগেরহাট রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দেয়। রবিবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনালে চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাস চালক সামছুল আলম বলেন, অনেকেই দিন আনে, দিন খায়। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না।
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো. মমিনুল ইসলাম ডাক্তার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। মালিকদের দ্বন্দ্বের কারনে গত ১১দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান প্রতিনিধিকে বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুরে দিনাজপুর জেলা বাস-মিনি- বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক সমিতিকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারি বাস বন্ধ করে দেয়া হয়েছে।
সরাসরি সৈয়দপর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১ টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।

দিনাজপুর মোটর মালিক সমিতির সভাপতি ভবানী বাবু প্রতিনিধি কে বলেন, সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশা করছি দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে। শনিবার বিকেল ৫টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে দুই মালিক সমিতির পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। খুব শীগগ্রই সমাধান হয়ে যাবে।





আর্কাইভ