শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটিতে উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ এর পক্ষ থেকে রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নে বড়াদাম বাজারে কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও ৫০ জনের অধিক গরীব ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১০ জানুয়ারি শুক্রবার ২ নং মঘবান ইউনিয়নে বড়াদাম বাজারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সহ-সভাপতি আকিহিতো চাকমার সঞ্চালনায় উদ্যম যুব ফাউন্ডেশন এর সভাপতি মিকেল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যম যুব ফাউন্ডেশন এর উপদেষ্টা ও এডভোকেট জুয়েল দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মঘবান ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার কিরনময় চাকমা, প্রধান উপদেষ্টা অরুণজয় চাকমা,উপদেষ্টা নবাশীষ চাকমা, উপদেষ্টা প্রবাল সেন,সাবেক সভাপতি রিকো চাকমা, সাবেক ইউপি সদস্য পলাশ কুসুম চাকমা।
এসময় সংগঠনটির সাবেক অর্থ সম্পাদক তনয় চাকমা, বর্তমান অর্থ সম্পাদক সুমন চাকমা, সহ অর্থ সম্পাদক সুমন চাকমা, অর্চন চাকমা,সৈকত চাকমা,জ্ঞানময় চাকমাসহ সংগঠনের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, উদ্যম যুব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
২রা আগষ্ট ২০২০ সালে হিরণময় চাকমার নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিনামূল্যে রক্ত দান, রক্তগ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি, অসহায় ও গরীব মানুষের জন্য শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ, অর্থ সহায়তা, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।