শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটি :: চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ১১ জনিুয়ারি-২০২৫ তারিখ লংগদু উপজেলায় ০১ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় লংগদু উপজেলা প্রশাসন।
এছাড়া গত ০১ জানুয়ারি-২০২৫ তারিখ উপজেলায় আরও একটি ইটভাটা অভিযান চালিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এর আগে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়।এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
০২ টি ইটভাটা বন্ধ করার মধ্যে রয়েছে লংগদু উপজেলার অন্তর্গত লংগদু ইউনিয়নে এল বি এম ব্রিকস ও আটারকছড়া ইউনিয়নে কে বি এম ব্রিকস।
বর্ণিত অভিযানে লংগদু উপজেলার থানা পুলিশ সদস্য, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করেন।
উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।