বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কালীবাড়ি রাস্তার পাশের ড্রেন থেকে কোদাল দিয়ে ময়লা তুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জানা যায়, এই মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও মশার উপদ্রব কমানো। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও মশার কারণে জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, যা থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য একটাই, পরিবেশ সুন্দর রাখা এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। বর্তমান সরকারের কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যাতে করে আমাদের পৌরসভা, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।”
ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতা ও মশার সমস্যা ছিল, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। বিশেষত গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এই কার্যক্রমের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি মশার উৎসগুলোকে ধ্বংস করা হবে, যা ভবিষ্যতে এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, “আমরা সবাই মিলে এই উদ্যোগটি সফল করার জন্য একত্রিত হয়েছি। পৌর এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে।”
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, পরিবেশের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম শুধু প্রশাসনের একার কাজ নয়, সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
এ কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা ও মশক সমস্যার সমাধান আশা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। প্রশাসনও এই ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিবেশগত সুরক্ষা কার্যক্রম পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।
ঈশ্বরগঞ্জে দুই মিষ্টি দোকানিকে জরিমানা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুই মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর বাজারে দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার মধুপুর বাজারের মিষ্টি ব্যাবসায়ী মোখসেদুল(৩০) ও নাছির উদ্দিনের (৪০) দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুইটিকে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিশেষ তাগিদ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় দুটি দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানগুলো ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যদ্রব্যের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।