শিরোনাম:
●   রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা ●   হালদা নদীতে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস ●   ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন ●   আ.লীগ সরকারের আমলে দখল নেওয়া জমি উদ্ধার করল গৃহায়ণ কর্তৃপক্ষ ●   সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান ●   মিরসরাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ●   ঈশ্বরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ●   খাগড়াছড়িতে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ●   রাঙামাটিতে ইউপি সচিবদের অবসরকালীন ভাতার দাবিতে সংবাদ সম্মেলন ●   পানছড়িতে লোগাং জোন এর পক্ষে থেকে অনুদান প্রদান ●   নবীগঞ্জে দুশো বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত ●   থেমে নেই ঈশ্বরগঞ্জ এলজিইডির উন্নয়ন কাজ ●   মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী নিহত গ্রেফতার-৪ ●   বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন ●   অন্তর্বর্তী সরকার মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলছে : সাইফুল হক ●   আরসিটি চূড়ান্ত যাচাই-বাছাই সভা ১৮ জানুয়ারী ●   রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান ●   ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা ●   শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি সাব জোন ●   মিরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক-১ ●   স্থানীয় সরকার নিয়ে দৌড়াদৌড়ি না করার পরামর্শ ●   আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ ●   মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   বেতবুনিয়া পিএসটিস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী ●   রাষ্ট্রীয়ভাবে মাস্টারদাসহ সকল বিপ্লবীদের মর্যাদাপূর্ণ স্বীকৃতির দাবি ●   পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু ●   সুনামগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে কম্বল বিতরণ ●   পানছড়িতে রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ●   কাউখালী আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কালীবাড়ি রাস্তার পাশের ড্রেন থেকে কোদাল দিয়ে ময়লা তুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জানা যায়, এই মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও মশার উপদ্রব কমানো। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা ও মশার কারণে জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়, যা থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য একটাই, পরিবেশ সুন্দর রাখা এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। বর্তমান সরকারের কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যাতে করে আমাদের পৌরসভা, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।”
ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বছরের পর বছর ধরে জলাবদ্ধতা ও মশার সমস্যা ছিল, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। বিশেষত গ্রীষ্মকাল ও বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এই কার্যক্রমের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি মশার উৎসগুলোকে ধ্বংস করা হবে, যা ভবিষ্যতে এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, “আমরা সবাই মিলে এই উদ্যোগটি সফল করার জন্য একত্রিত হয়েছি। পৌর এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে।”
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, পরিবেশের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম শুধু প্রশাসনের একার কাজ নয়, সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
এ কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা ও মশক সমস্যার সমাধান আশা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। প্রশাসনও এই ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিবেশগত সুরক্ষা কার্যক্রম পরিচালনা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

ঈশ্বরগঞ্জে দুই মিষ্টি দোকানিকে জরিমানা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুই মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর বাজারে দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার মধুপুর বাজারের মিষ্টি ব্যাবসায়ী মোখসেদুল(৩০) ও নাছির উদ্দিনের (৪০) দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুইটিকে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিশেষ তাগিদ প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, “ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় দুটি দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানগুলো ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যদ্রব্যের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





আর্কাইভ