বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা
রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা
রাঙামাটি :: আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী- ২০২৫ ইংরেজি তারিখ মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ মোতাবেক বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঘাইছড়ি পৌরসভায় ০১ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত MMC ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা, পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি KBM ইটভাটায় অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা ও লাইসেন্স বিহীন জ্বালানী কাঠ ব্যবহার করার দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও fivestar ইটভাটায় অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা ও লাইসেন্সবিহীন জ্বালানী কাঠ ব্যবহার করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোট পরিচালনাকালে বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স সার্বিকভাবে সহায়তা করেন।