বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ৩ মাদকসেবীর কারাদন্ড
ঝিনাইদহে ৩ মাদকসেবীর কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.১০মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় ৩ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ৷ ২৭ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে এ রায় প্রদান করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার৷
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচপাখিয়া গ্রামের মৃত সাদুল্লাহ মন্ডলের ছেলে খোরশেদ মন্ডল, কুমিড়াদহ গ্রামের কাশিনাথ চন্দ্রের ছেলে কার্তিক চন্দ্র ও হাটফাজিলপুর গ্রামের আবুল মোলস্নার ছেলে মনিরুল ইসলাম৷
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর রাসেল আলী অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশের সহযোগিতায় শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করে৷
এসময় তাদের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়৷ পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷