রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রংধনু ক্লাবের সম্মাননা পেলো সাংবাদিক জনি
রংধনু ক্লাবের সম্মাননা পেলো সাংবাদিক জনি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের সম্মাননা পেলো সাংবাদিক রেদোয়ান হোসেন জনি
শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয়ে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক তুলে দেন রংধনু ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ রাকিব, ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য হাফেজ মোহম্মদ ফয়সাল , ক্লাবের শুভাকাঙ্ক্ষী ওমর ফারুক মিলন, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য আলী নেওয়াজ, নাজমুল আহসান রনি ও বিধান দাশ।
সাংবাদিক রেদোয়ান হোসেন জনি মিরসরাই উপজেলার বহুল প্রচারিত অনলাইন টিভি চ্যানেল MIRSARAI24 TV এর প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছে। এছাড়াও দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে মিরসরাইয়ে পেশাজীবি সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেসক্লাবের সদস্য হিসেবে আছে।
গত ১৭ জানুয়ারি মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কয়েকটি সামাজিক সংগঠন, কয়েকজন সংগঠক, প্রচার ও মিডিয়া সাপোর্ট দিয়ে বিশেষ অবদান রাখায় দুজন সংবাদ কর্মী, অতিথি, সংস্থা’র উপদেষ্টা, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য ও কয়েকজন স্বেচ্ছাসেবী’কে সম্মাননা প্রদান করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অনুষ্ঠান পরবর্তীতে ক্লাব গৃহে সাংবাদিক রেদোয়ান হোসেন জনি’কে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে।