সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সালামের বিরোদ্ধে সাটিফিকেট জালিয়াতির অভিযোগ
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সালামের বিরোদ্ধে সাটিফিকেট জালিয়াতির অভিযোগ
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ নিয়ে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সদস্য পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশের বাধ্যতামূলক বিধান থাকলেও এনিয়ে অভিনব প্রতারণার আশ্রয় নেন সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
নির্বাচন কমিশন ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে অভিনব জালিয়াতির সন্ধান নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ নিয়ে ক্লাব সভাপতি এটিএম সালামের নিকট সদ্য নির্বাচিত নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মুরাদ আহমদ কৌতুহল নিরসনে জানতে চান।
এ নিয়ে দুজনের মধ্যে মতানৈক্য দেখা দেয়। সাংবাদিক মুরাদ গঠনতন্ত্র বিরোধী প্রতারণা নিয়ে নির্বাহী কমিটির অধিকাংশ সদস্যকে অভিহিত করেন। কোন প্রতিকার না পেয়ে পেশাজীবি সংগঠনকে কলংকমুক্ত করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। তথ্য কমিশন কর্মকর্তা তাৎক্ষণিক অভিযোগ আমলে নিয়ে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংযুক্তসহ অনলাইনে আপলোড করেন। (অভিযোগ নং ১১০০৫৭৪২৫০২০২০০৪)।
লিখিত অভিযোগ সূত্রে প্রকাশ,২০১২ সালে প্রণীত নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র ২০২৪ সালে সংক্ষিপ্ত সংশোধনীর মাধ্যমে পরিমার্জিত করা হয়। সংশোধিত গঠনতন্ত্রেও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যপদ লাভের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ রাখা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের পরিমার্জিত গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। সদস্যরা হলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, রাসেল চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক প্রদীপ দাশ সাগর, যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সাংবাদিক সাইফুল জাহান চৌধুরী।
পেশাজিবী সংগঠনের গঠনতন্ত্রের অপরিহার্য ধারা ৩ এর (গ) নং অংশে শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এসএসসি পাশ বাধ্যতামূলক । গুরুত্বপূর্ণ ওই ধারার তথ্য গোপন করে এটিএম সালাম পেশাজীবি সংগঠন নবীগঞ্জ প্রেসক্লাবকে মারাত্বক ভাবে প্রশ্নবিদ্ব করে। এরই প্রেক্ষিতে প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ এবং এর অনুলিপি হবিগঞ্জ পুলিশ সুপার,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,হবিগঞ্জ প্রেসক্লাব,নবীগঞ্জ থানার ওসি এবং উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে দেয়া হয়েছে। গঠনতন্ত্র নিয়ে অভিনব জালিয়াতি ও শৃংখলা বিরোধী কর্মকান্ড নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।